চুরি যাওয়া ব্যাটারি সমেত গ্রেপ্তার ১
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা,১০নভেম্বর:চুরি যাওয়া মোবাই টাওয়ারের ব্যাটারি সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাযায় মাদারীহাট এলাকা থেকে পাঁচটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি হয় সাতদিন আগে।সেই ঘটনার তদন্তে নেমে ফালাকাটা থানার পুলিশ চুরি যাওয়া ব্যাটারি সমেক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার। অভিযুক্তর বিরুদ্ধে নিদিষ্ট ধরা মামলা রুজু করে গোটা ঘটনা পুনর তদন্ত পুলিশ।