কাফ সিরাপ সহ গ্রেপ্তার ৩
উত্তম সিংহ,খড়িবাড়ি:নিষিদ্ধ কাশির সিরাপসহ তিনজনকে গ্রেফতার করেছে খড়িবাড়ির থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ১.মোনা আলাম (২২) এবং ২ হামিদ আনসারী (২৮) উভয় খড়িবাড়ি থানা এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আরিফ(২৭) গালগালিয়া থানা এলাকার বাসিন্দা।
খড়িবাড়ি থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি থানা এলাকার শিবুজোতের কাছে তিনজনকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০ বোতল এসকুফ কাশির সিরাপ সহ একটি বাইক উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তিদের আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়।
খড়িবাড়ি থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পর, শনিবার তিন অভিযুক্তকে বিচারবিভাগীয় শিলিগুড়িতে আদলাতে পাঠানো হয়েছে।