পশুহত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ
পশুহত্যার অভিযোগেশ্রীঘরে এক যুবক। শুক্রবার রাতে, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি সংলগ্ন নর্থ কলোনীর হরিজন বস্তিতে।জানা যায়, মদ্যপ অবস্থায় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অবলা পশুর ওপর।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত’র কঠোর শাস্তির দাবি তুলেছে শহরের বিভিন্ন পশু প্রেমী সংগঠন।ঘটনায় বিক্রম রাম নামে এক যুবক কে গ্রেফতার করে পুলিশ। ধৃত এনজেপি নর্থ কলোনীর বাসিন্দা। ঐ এলাকার, হরিজন বস্তিতে মদ্যপ অবস্থায় এমন ঘটনা ঘটায় সে। খবর চাউর হতেই, পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে এনজেপি থানায় লিখিত অভিযোগ করা হয়। ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা ও পশুহত্যার অভিযোগ রুজু করেছে পুলিশ। শনিবার এনজেপি থানার উদ্যোগে মৃত কুকুরের পোস্টমর্টেম করানোর ব্যবস্থা করা হয়েছে।পশুপ্রমী বিশ্বদীপ ভট্টাচার্য অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেন।ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।