টিকাকরণ
ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বুকধালাতে প্রানী স্বাস্থ্য টিকাকরণ শিবির আয়োজিত হয়। শনিবার বুকধালা প্রাইমারী স্কুলে মাঠে ইফকো আইএফএফডিসি শিলিগুড়ি দ্বারা আয়োজিত শিবিরে গৃহ পালিত গরু, ছাগলদের বিনামূল্যে টিকাকরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন ইফকো ফিল্ড অফিসার অভিষেক গুইন, ইফকো- IFFDC সিনিয়র প্রজেক্ট কর্ডিনেটর অনিল কুমার তিওয়ারি, গৌরাঙ্গ প্রামানিক, প্রানী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সহ অনান্যরা।
রিপোর্ট: মিন্টু সিংহ, বিধাননগর