বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম এক
নিউজ ডেস্ক,মালদা:বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কেবলের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হলো এক যুবক। রবিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকায় । জখম অবস্থায় ওই যুবককে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম দীপঙ্কর মন্ডল (২৫) । এদিন সকালে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে উঠে কেবল লাইনের কাজ করছিলেন তিনি। অসতর্কবশত বিদ্যুতের তারে হাত পড়ে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এরপরই স্থানীয় লোকজন উদ্ধার করে। চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। সংকটজনক অবস্থায় ওই যুবকের চিকিৎসা চলছে।