গাজোলে কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ
আব্দুল ওহাব,গাজোল:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করার অভিযোগে রাজ্যব্যাপীর সাথে সাথে মালদা জেলার গাজোলে ও ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে এদিন গাজোল শহর জুড়ে প্রতিবাদ রেলি করেন ।রাজ্যের মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে গাজোল শহর জুড়ে এক প্রতিবাদ রেলি করে। তারপর গাজোল বামন গোলামোড়ে মন্ত্রী অখিল গিরির কুশপুতুল দাহ করেন। এ বিষয়ে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা বলেন আদিবাসী রাষ্ট্রপতি তথা আমাদের দেশের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিমন্ত্রী অখিল গিরি।এই অখিল গিরির পদত্যাগ চাই ও তাকে গ্রেফতার করতে হবে। এজন্য আমরা আজ গাজোল শহরে প্রতিবাদ রেলি করে প্রতিমন্ত্রী অখিল গিরির কুশ পুতুল দাহ করে থাকি। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড দিশম পার্টি রাজ্য সভাপতি মোহন হাঁসদা । গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টি এস সি (SC) সভাপতি রতন রায়। গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টির সেক্রেটারি শ্যামল মুর্মু থেকে শুরু করে ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের সকল নেতৃত্ব গন উপস্থিত ছিলেন ।