প্রতিকী পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য রাজ্যের তৃণমূল সরকারের কারাগার প্রতিমন্ত্রী অখিল গিরির। যা নিয়ে তোলপাড় গোটা দেশ।
রবিবার সন্ধ্যায় এর প্রতিবাদে হলদিবাড়িতে বিক্ষোভ মিছিল, প্রতিকী পথ অবরোধ এবং অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করে বিজেপি।
এদিন সন্ধ্যায় হলদিবাড়ি রেলগেট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। হলদিবাড়ি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করার পর ট্রাফিক মোড়ে প্রতীকী পথ অবরোধ করেন তারা। এরপর সেখানে অখিল গিরির কুশপুতুল দাহ করেন তারা।
এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশীষ চক্রবর্তী, হলদিবাড়ি টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার,শহর মন্ডলের সাধারণ সম্পাদক কার্তিক দাস,রজত রায়,টাউন যুব সভাপতি হাকিম রায়,রঞ্জিত রায়, গৌতম দত্ত সহ অন্যান্যরা।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।