মহিলা লিগ কাম নক আউট টুর্নামেন্ট
কোচবিহার জেলা ক্রিয়া সংস্থার পরিচালনায় ও মেখলিগঞ্জ ক্রিয়া সংস্থার সহযোগিতায় । হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাবের মাঠে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় । রবিবার দুপুর বারোটা নাগাদ দ্বিতীয় দিনের প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় শীতলকুচি স্পোর্টস একাডেমি বনাম গোড়াপাড়া স্পোর্টস একাডেমী । এদিন নির্ধারিত সময়ের মধ্যে শীতলকুচি স্পোর্টস একাডেমির গোল শূন্য থাকে । অপরদিকে দুটি গোল করে খেলায় জয়লাভ করে গোড়াপাড়া স্পোর্টস একাডেমী । এবং এইদিন দুপুর ১ টা ৩০ নাগাদ দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাব হলদিবাড়ি বনাম তুফানগঞ্জ ফিমেল একাডেমি । এদিন নির্ধারিত সময়ের মধ্যে তুফানগঞ্জ ফিমেল একাডেমির গোল শূন্য থাকে । অপরদিকে ৮ টি গোল করে দেশবন্ধু স্পোটিং ক্লাব হলদিবাড়ি গোল করে খেলায় জয়লাভ করে
সোমবার অর্থাৎ আগামীকাল শান্তিনগর ক্লাবের মাঠে তৃতীয় দিনের খেলায় দুপুর ১২ টা নাগাদ প্রথম খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে শীতলকুচি একাডেমি বনাম তুফানগঞ্জ ফিমেল ফুটবল একাডেমি । দুপুর ১ টা ৩০ নাগাদ দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে গোরাপাড়া স্পোর্টস একাডেমী বনাম দেশবন্ধু স্পোর্টিং ক্লাব হলদিবাড়ি।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।