জমি বিবাদে গুরুতর জখম বড়ো ভাই
নিউজ ডেস্ক,মালদা:জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে ব্যাপক মারধর দিয়ে মুখের ওপরের ঠোঁটের মাংস কামড়ে তুলে নেওয়ার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত দাদাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম দাদার নাম আজাহার আলি(৫৮)। রতুয়া থানার কাঞ্চননগরে বাড়ি তাঁর। অভিযুক্ত ভাইয়েরা জিয়াউল হক, ইশা আলি ও ইস্রাইল মিয়াঁ। অভিযোগ, দাদা আজারের জমি চক্রান্ত করে গোপনে বিক্রি করে দেয় অভিযুক্তরা। এই খবর জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় দাদা আজাহার প্রতিবাদ করতে গেলে ৩ ভাই মিলে আক্রমণ চালায় তাঁর ওপর।