১৪৭ তম জন্মবার্ষিকী পালন গাজোল এলাকায়
আব্দুল ওহাব,গাজোল:মালদা জেলার গাজোলে আদিবাসী সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে এদিন আদিবাসী J D P পার্টি অফিস থেকে শোভাযাত্রা করে গাজোলের বিভিন্ন জায়গাতে ঘুরে এসে বামনগোলা মোড়ে মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তিতে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর মাল্য দানের মধ্য দিয়ে ১৪৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান এর উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট মোহন হাঁসদা , আদিবাসী সেঙ্গেল অভিযান এর গাজোল ব্লক সেক্রেটারি শ্যামল মূর্মু, রতন রায় থেকে শুরু করে আরো অনেকেই উপস্থিত ছিলেন । এর পাশাপাশি গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ও বিরসা মুন্ডার ১৪৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করে থাকেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু , গৌড় চন্দ্র চক্রবর্তী গাজোল ব্লক জেনারেল সেক্রেটার, মানিক প্রসাদ, সুজয় ঘোষ , আশিস বিশ্বাস থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন।