হাতির হানায় মৃত ২,শোকের ছায়া এলাকাজুড়ে
নিউজ ডেস্ক,শিলিগুড়ি:হাতির হানায় মৃত্যু হল ২ মহিলার আহত ১। সোমবার সকালে বাগডোগরা জঙ্গলে ঘাস কাটতে গিয়ে দাঁতাল হাতির মুখে পড়ে এই ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাগডোগরার সেন্ট্রাল বস্তি এলাকায়। জানা গিয়েছে এদিন ৫-৬জন মহিলা বাড়ির গবাদি পশুর খাবারের সন্ধানে ঘাস কাটতে জঙ্গলে ঢুকে। জঙ্গলে ঘাস কাটার সময় দাঁতাল হাতির মুখে পড়ে ২জনের ঘটনাস্থলে মৃত্যু হয় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ও পরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহত সেই মহিলার বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন ২জন। এই গোটা ঘটনায় বাগডোগরা বনদপ্তর ও বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃত ওই দুই মহিলার নাম সাবিত্রী সুব্বা বয়স ৪৮ বছর ও দেবী তামাং বয়স ৪৫ বছর এবং আহত ওই মহিলার নাম গীতা তামাং বয়স ৫৫ বছর। তারা সকলেই বাগডোগরা সেন্ট্রাল ফরেস্ট বস্তি এলাকার বাসিন্দা ও একই পরিবারের বলে জানা গিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।