সিপিআইএমের পদযাত্রা
নিউজ ডেস্ক,ফালাকাটা:রাজ্য ও কেন্দ্র সরকারে বিরুদ্ধে একাধিক দাবিতে পথযাত্রা করা হল ফালাকাটা ব্লক জুড়ে CPIM পক্ষ থেকে। জানা যায় এই পথযাত্রা CPIM পক্ষ থেকে গোটা ফালাকাটা ব্লক জুড়ে আগামী ৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। মঙ্গল ফালাকাটা ৩নং এরিয়া কমিটির এই পথ যাত্রায় উপস্থিত ছিলেন ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক মদন দত্ত, কৃষক সভার ফালাকাটা ব্লক সম্পাদক ঈশ্বর রায়, ছাত্র ফেডারেশন জেলার সম্পাদক রাজত্তম বর্মন কেন্দ্র কমিটির সদস্য দীপক বর্মন ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নীতিশ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।