বিজেপি ও কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের পরিবহণ ও সেচ দপ্তরের মন্ত্রী
নিউজ ডেস্ক,মালদা:পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ করলো মালদা জেলা তৃণমূল কংগ্রেস।রবিবার বিকেলে মালদহের রতুয়া বিধানভার কাহালা হাইস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহণ দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানি,
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন,মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন,মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি,রতুয়ার বিধায়ক সমর মুখার্জী,মানিকচক ও বৈষ্ণবনগরের বিধায়িকা সাবিত্রী মিত্র ও চন্দনা সরকার সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা।
বিজেপির সঙ্গে কংগ্রেসের আতাঁত রয়েছে প্রকাশ্যে জনসভায় বলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।তিনি আরোও বলেন,১৮৮৫ সালের একটি প্রতিষ্ঠিত দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য হয়েছে।কংগ্রেসের অস্তিত্ব তাদের দলের এরাজ্যের নেতারাই শেষ করেছে।
সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে আসা ছবি ভাইরালে ইয়াসিনের নাম না করে মন্ত্রী বলেন,সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসর সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী যোগদানের অনুমোদন দেন।কিন্তু তাকে ও রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখে তৃণমূলের পতাকা ধরেছে।সেটি দল অনুমোদন দেননি।
এদিকে নাম না করে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুকে একহাত নিয়েছে রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।তিনি বলেন,রতুয়া ও মানিকচকে ভাঙনে একাধিক গ্রামে গঙ্গার গ্রাসে যাচ্ছে।তবুও টনক নেই কেন্দ্রের।খগেন মুর্মু জাতপাতের ভোট নিয়ে ক্ষমতায় আসছেন।চেয়ারে বসে থাকছেন।ভোটের সময় মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইছেন।কিন্ত মানুষের কথা ভাবছে না বিজেপি।