পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি জেলেরা
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: কুমিরের আতঙ্ক কাটতেই মাছ ধরা শুরু হয়েছে মহানন্দা নদীতে।গত কয়েকদিন ধরে কুমির আতঙ্ক ছড়িয়ে ছিল মহানন্দার তীরবর্তী এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়েছিল। নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল জলে নামা নিয়ে। বৃহস্পতিবার বনদপ্তরের কর্মীরা মালদা জেলার হবিবপুর থানার কলাইবাড়ি এলাকায় পুনর্ভবা নদী থেকে একটি কুমির উদ্ধার করে।
এরপর থেকে মহানন্দা নদীতে স্বাভাবিক হয় স্নান করা ও মাছ ধরা।
এই মরশুমে জেলেরা যেমন নদীতে মাছ ধরেন এর পাশাপাশি শখ করে অনেকে ছিপ দিয়ে মাছ ধরেন মহানন্দা নদীতে।পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি জেলেরাও।