ফের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি
নিউজ ডেস্ক, ময়নাগুড়ি:গলায় ফাঁস দিয়ে বেঁচে যাওয়ার তিন দিন পর ফের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা। বুধবার ময়নাগুড়ির ময়নাপাড়া এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সূর্যকান্ত রায়(৫২) বছর। জানা গেছে, তিন দিন আগে ঐ ব্যক্তি বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সে যাত্রায় তিনি বেঁচে যান। এর পর গত রাতে বাড়ির সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতের ছেলে জানিয়েছে, তার বাবা দীর্ঘদিন ধরে মানষিক অবসাদে ভুগছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।