পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক
ক্রান্তি : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছে প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে পথসভা ও মিছিল। বৃহস্পতিবার তৃণমূলের ক্রান্তি ব্লকের সংগঠনকে মজবুত করতে অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল। এদিন নিজেদের কর্মসূচি এবং আগামী দিনে কিভাবে কাজ করবেন তা নিয়ে আলোচনা করা হয়। এদিন ক্রান্তি ব্লকের ছয়টি অঞ্চলের অঞ্চল সভাপতি ও নবগঠিত ব্লক কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা হয়। এদিন উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়। তার নেতৃত্বেই এই সভার আয়োজন হয় বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মহাদেব বাবু বলেন, ” আমাদের নব গঠিত ব্লক কমিটি এবং নব নিযুক্ত অঞ্চল সভাপতিদের নিয়ে আলোচনা করা হল। আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে দলের কাজ কিভাবে হবে সেই বিষয়ে সাংগঠনিক আলোচনা হয়। এছাড়াও নব নিযুক্ত অঞ্চল সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়।”