ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য বিশেষ উদ্যোগ হলদিবাড়ি পুলিশের
এই বছরি প্রথম কোচবিহার জেলা পুলিশের উদোগে আগামী ১০ই ডিসেম্বর শুরু হতে চলেছে কোচবিহার হেরিটেজ ম্যারাথন রেস । রাজবাড়ি স্টেডিয়াম থেকে তিনটি পর্যায়ে এই ম্যারাথন রেস অনুষ্ঠিত হবে । ম্যারাথনে অংশ গ্রহণ করতে খেলোয়াড়দের উৎসাহিত করতে উদ্যোগী হলো হলদিবাড়ি থানার পুলিশ । রবিবার সকালে হলদিবাড়ি থানার আইসি ডি জি ভুটিয়া সহ একাধিক পুলিশ কর্মীরা বিভিন্ন খেলার মাঠে গিয়ে হলদিবাড়ির খেলোয়ারদের কাছে হেরিটেজ ম্যারাথনের বার্তা পৌঁছে দেন । খেলোয়াড়দের এই ম্যারাথনের অংশ গ্রহণ করার জন্য আবেদন জানান ।হলদিবাড়ি থানা সূত্রে খবর, উৎসাহী মহিলা ও পুরুষ উভয় খেলোয়াড়রা এই ম্যারাথনে অংশ গ্রহন করতে পারবেন । উৎসাহীরা সরাসরি হলদিবাড়ি থানায় এসে রেজিষ্টেশন করতে পারবে।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।