শ্রীজয়ী অনুষ্ঠান
মিন্টু সিংহ, বিধাননগর: রবিবার লায়ন্স ক্লাব অফ বিধাননগর এর তরফে বিধাননগরের জগন্নাথপুর শিব মন্দিরে এক জেলা এক কর্মকাণ্ডের অধীনে ‘শ্রীজয়ী’ নামক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে ৪৪৬ জন অসহায় মানুষের মাঝে শাড়ি, চুড়িদার, সালোয়ার, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, টিশার্ট ইত্যাদি বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিসি GAT সুধীর ঘোষ, সভাপতি সমীর অধিকারী সহ অন্যান্যরা।