এক কিশোরের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য শীতলকুচিতে
নিউজ ডেস্ক,শীতলকুচি:বছর পনেরোর এক কিশোরের আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া গোটা শীতলকুচি অঞ্চল পাড়া এলাকা। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ওই কিশোর নবোদয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, দুদিন আগেই নাকি সে বাড়িতে এসেছে। প্রতিবেশীদের কাছে জানা গেল, খুব শান্ত স্বভাবের এই ছেলেটি পড়াশোনাতেও খুবই মেধাবী। গত রাত নটা নাগাদ ওই কিশোর শ্বাস্বত বর্মন নিজের ঘরে বসেই মোবাইল নিয়ে সময় কাটাচ্ছিল, অন্যদিকে তার বাবা-মা নিজেদের কাজেই ব্যস্ত ছিলেন। ওই ব্যস্ততার ফাঁকেই হয়তো কখনো ওর বাবা কিংবা মা বলেছিলেন “কিরে মোবাইল নিয়ে অতো কি করিস”। সামান্য এইটুকু কথাতেই কি তার এই বিড়ম্বনা?
পুলিশ সূত্রে জানা যায় ওই ছেলেটিকে মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতাল থেকে তাকে মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর ওই কিশোরের মৃতদেহটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে।