মুরগির ছানা বিতরণ
বাপ্পা রায়, ময়নাগুড়ি , ১৪ ডিসেম্বর : ময়নাগুড়ি ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বুধবার মুরগির ছানা বিতরণ করা হয় । এদিন ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের চরচূড়াভান্ডার এলাকায় এই মুরগির ছানা বিতরণ করা হয় । এই মুরগির ছানা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক কোন্দা মুর্মু , ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজয় মল্লিক প্রমুখ ।
ময়নাগুড়ি ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় , মূলত গ্রামীণ মহিলাগুলিকে স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয় । বুধবার চরচূড়াভান্ডার এলাকার ২৩৮ জন মহিলা উপভোক্তাকে মুরগির ছানা বিতরণ করা হয় । এদিন প্রত্যেক উপভোক্তাকে ১০ টি করে মুরগির ছানা দেওয়া হয়।