বিজেপির প্রস্তুতি বৈঠক জাটিগারা ২৭ নম্বর বুথে
নিউজ ডেস্ক,সিতাই:জাটিগারা ২৭ নম্বর বুথে বিজেপি মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠককে সামনে রেখে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক। সোমবার বিকেল চারটে নাগাদ এই বৈঠক আয়োজিত হয় ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের জাটিগারা ২৭ নম্বর বুথে আজকের এই বৈঠক নিয়ে জেলা বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী তথা সিতাই বিধানসভার মহিলা মোর্চার কনভেনর বিউটি রায় বর্মন বলেন আগামী ২৪ ডিসেম্বর সিতাইয়ে মহিলা মোর্চার সাংগঠনিক কর্মীসভা রয়েছে, সেই কর্মীসভা কে সফল করতে আজকের এই প্রস্তুতি বৈঠক বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন এটা সিতাই বিধানসভার ২১ নম্বর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী সরস্বতী বর্মন, কোচবিহার জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী তথা সিতাই বিধানসভার মহিলা মোর্চার কনভেনর বিউটি রায় বর্মন সহ সিতাই ২১ নম্বর মন্ডলের মহিলা মোর্চার সমস্ত পদাধিকারীরা।