বাইদ্য বাইজনে শও বছরিয়া বুড়ার সদগতি
জয়দেব গোপ, চোপড়াঃ
বাইদ্যে বাইজনে শ্মশান ঘাটের পাখে শও বছরিয়া বুড়া।
উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চাইত এলাকার চুয়াগরি গ্রামের বাসিন্দা তুঙ্গল সিংহ ১১৫ বছর বয়সত জীবনের শেষ নিক্কাশ নেন।
মৃত্যুর আগত নাতি নাতনিলাক কয়া যান শ্মশান ঘাট নিগির সময় যাতে বাইদ্য বাইজনে শেষ কাজ করা হয়।
সেই মতন করি খুজালু গছ শ্মশান ঘাটত ঠাকুরদার মরা দেহা সোদে মছলি ঘাড়ত চাপে নাতি আর নাতি জাঙইয়ের ঘর সদগতি করার বাদে শ্মশান ধরি যায়।
মৃত তুঙ্গল সিংহের পঞ্চাশ বছরের নাতি মুক্তারাম সিংহ কন, মরির আগত উমার ঠাকুরদা কয়া গেইসেন উমার মরনত যেন কাহো দূঃখ না পায়, সগায় যেন আনন্দের সাথত সদগতি করে।