আবাস দূর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের দুর্নীতি মুক্ত সংশোধনী তালিকা প্রকাশের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি ।
বুধবার দুপুরে হলদিবাড়ি বিডিও অফিসে যায় বিজেপির নেতাকর্মীরা ।
সেখানে গিয়ে বিডিও অফিসের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা । উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশীষ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলার সম্পাদক প্রভাত চন্দ্র রায়, বিজেপি টাউন মন্ডল সভাপতি প্রদীপ সরকার , দক্ষিণ মণ্ডল সভাপতি অপূর্ব কুমার রায় , উত্তর মণ্ডল সভাপতি দীনবন্ধু রায়,হলদিবাড়ি টাউন যুব মোর্চার সভাপতি হাকিম রায় সহ অন্যান্যরা ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।