স্মারকলিপি প্রদান
ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ধৈর্য নারায়ণ হাই স্কুল ও হুদুমডাঙ্গা জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষককে স্মারকলিপি দিল ছাত্র সংগঠন AIDSO। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের ধৈর্য নারায়ণ হাইস্কুলে নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে স্মারকলিপি প্রদান করলো ছাত্র সংগঠন AIDSO । এইদিন সংগঠনের সদস্য শক্তিনাথ বর্মন ও রাকিব আলী নেতৃত্বে সংগঠনের সদস্যরা প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি তুলে দেন । সংগঠনের পক্ষ থেকে দাবি ছিল সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভর্তি নিতে হবে সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, সংগঠনের সদস্য শক্তিনাথ বর্মন জানান প্রধান শিক্ষক আমাদের আশ্বাস দেন যারা আর্থিকভাবে অপারক তাদেরকে বিনামূল্যে ভর্তি নেওয়া হবে। অন্যদিকে সৌম্যদীপ সিংহের নেতৃত্বে হুদুমডাঙ্গা জুনিয়ার বেসিক স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে ভর্তির জন্য স্মারকলিপি দেওয়া হয় । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিলু হক , ব্লক কমিটির সদস্য রেজ্জাক সরকার সহ অন্যান্যরা । ব্লক কমিটির সভাপতি নিলু হক জানান হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ব্লকের প্রতিটি স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে যাব এবং কোন স্কুল যদি সরকারি নতুন নির্দেশিকা না মেনে ভর্তি প্রক্রিয়া শুরু করে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।