প্রেমে আঘাত, আত্মঘাতী প্রেমিক
নিউজ ডেস্ক,রাজগঞ্জ:প্রেমের সম্পর্কে টানাপোড়নের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলের গধেয়াগছ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম, জয়নুল হক (২০)।পরিবারের অভিযোগ, বেলাকোবার এক যুবতীর সঙ্গে যুবকের প্রায় ৫ বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। ৬ মাস আগে মোহরও হয় দুজনের। কিন্তু তারপরই অন্য একজনের সঙ্গে যুবতীর সম্পর্ক সামনে এসে বলে দাবি। এরপরই বিয়ে করতে আপত্তি জানায় যুবতী। এই নিয়েই বেশ কদিন ধরেই টানা পোড়ন চলছিল দুই পক্ষে।পরিবারের দাবি, বৃহস্পতিবার ওই যুবক মেয়েটিকে ফোন করে চরম পদক্ষেপ করার কথা জানিয়েছিল। তবে মেয়েটি তারপরও সম্পর্কে ফিরতে না করে দেয়। আর তারপরই বাড়িতে গলায় ফাঁস লাগায় ওই যুবক। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবে মৃতের পরিবার।মেয়ের পরিবারের তরফে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। যুবতী জানিয়েছে, যুবক তাঁকে সহ্য করতে পারতেন না। ছেলের বাড়ি থেকে এসে তাঁকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ করা হয়েছে।