সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী,চাঞ্চল্য
নিউজ ডেস্ক,দিনহাটা:এক সাইকেল আরোহীকে পিষে দিল একটি পণ্যবাহী ট্রাক।সোমবার সকালে এ ঘটনা ঘটেছে দিনহাটা- কুর্শাহাট সড়কের পেউলাগুড়ি এলাকায়। মৃত ওই সাইকেল আরোহীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে দিনহাটা শহর থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক নয়ারহাটের দিকে যাচ্ছিল। ট্রাকটি যখন পেউলাগুড়ি এলাকায় যায় সেই সময় একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ট্রাকের চাকায় ওই সাইকেল আরোহীর মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি ট্রাকটিকে আটক করে পুলিশ। তবে চালক পলাতক। মৃতদেহটি কার তা এখনো সনাক্তকরণ করতে পারিনি দিনহাটা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চলের সৃষ্টি হয়েছে।