পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা:বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল ১৫২ জন ভোটার রবিবার ফালাকাটা কমিউনিটি হল ঘরে এই যোগদান কর্মসূচি হয়। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াই এর হাত ধরে ১৫২জন ভোটার এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে জানান।