ঘাকসাপাড়ায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
দেবাশীষ রায়, কুমারগ্রাম, ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন ডে-র দিন এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে নিজের বাড়ি থেকে ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার বাড়ির লোকজন। এরপর কর্তব্যরত চিকিৎসক নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই নাবালিকা নাম অঙ্কিতা দাস। তার বয়স ১৪ বছর। দলদলি গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল অঙ্কিতা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। খবর পেয়ে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে, তা জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অনুমান করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। এক যুবকের সঙ্গে ওই নাবালিকার যোগাযোগ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানাতে পেরছেন।