দুশ্চিন্তা করেন না, ভালে আছং সুস্থ আছং, চিঠি দিয়া বার্তা জীবনের
নিউজ ডেস্কঃ দুশ্চিন্তার কারণ নাই, হামার প্রতি ভারত সরকারের সৌহার্দপূর্ণ ব্যবস্থায় খুব ভালো ভাবে আর সুস্থ ভাবে আছি। কোচ কামতাপুরের রাজনৈতিক সমস্যার সমাধানত কোচ কামতাপুরী জনগণক আশার বাণী শুনাইলেন কেএলও চীফ জীবন সিংহ। জীবন সিংহ চিঠি দিয়া কন, শান্তি চুক্তি নিয়া এক ধরনের ভূয়া খবর ছড়িসে, তোমরা চিন্তা করেন না ভারত সরকারের সঙ্গে আলোচনার মইধ্য দিয়া কোচ কামতাপুরের রাজনৈতিক সমস্যার সমাধান হবে।
১৫ তারিখ বুধবার একখান চিঠি প্রকাশের মইধ্য দিয়া কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের চীফ কম্যান্ডার জীবন সিংহ কোচ উত্তরবঙ্গ আরহ্ নামানি আসামের কোচ কামতাপুরী জনগণক বিশেষ বার্তা পেটাইসেন। ইতিমধ্যে জীবন সিংহের একখান ভিডিও বার্তাও এইদিন ভাইরাল হয়। উমুরা চিঠির মইধ্য হৃদয় থাকি ধইন্যবাদ আর বিপ্লবী অভিনন্দন জানেয়া কোচ কামতাপুরী জনগণক কন, “বিতা ১১ই জানুয়ারী, ২০২৩ তারিখে প্রেস নোটিশ দিবার পর মুই মোর কয়জন সমর্থকের নগত ভারত ঢুকিসু। হামরা হামার জনগণের আর উমার পরিবারের আশীর্বাদত ভালোভাবে আর সুস্থ ভাবে আছি। ভারত ফিরি আসির পর হামার প্রতি ভারত সরকারের সৌহার্দপূর্ণ ব্যবহারত হামরা ভালো আছি, সুস্থ আছি।”
এইদিন চিঠির মইধ্য দিয়া কেএলওর চীফ কম্যান্ডার তথা হেডস্যার জীবন সিংহ কোচ কোচ-কামতাপুরী জনগণক উদ্দেশ্য করি কন হামারলাক নিয়া এক ধরনের ভূয়া খবর ছড়ানো হছে। মোর ভারত আসিবার একমাত্র উদ্দেশ্য হৈল্ কোচ কামতাপুর সমস্যার রাজনৈতিক সমাধান। তোমার বাদে একটা খুশির আর আনন্দের খবর হৈল্ সমস্যার সমাধানত ভারত সরকারের নগত কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের আলোচনা আরো আগে যাছে।
চিঠির মইধ্য দিয়া জীবন কন, কামতাপুরের বাদে মোর গোটায় জীবন উৎসর্গ করিসুং, শেষ নিক্কাশ অবদি লড়াই করিম। উমুরা কোচ কামতাপুরের সৌগ শ্রেণী আরহ্ জাতীয়তাবাদী সংগঠণলারটে আটুশ জানেয়া কন চলিতে থাকা এই শান্তি আলোচনার বাদে সগায় সহযোগিতার হাত বাড়ে দেন যাতে একটা ইতিবাচক আরহ্ ভালো ফলাফল পাওয়া যায়।