বুড়িরহাট এলাকার সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৮
নিউজ ডেস্ক,দিনহাটা:বুড়িরহাটে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র ও ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি বলেন আজ বুড়িরহাটে গন্ডগোলের ঘটনায় এই আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র। পাশাপাশি এদিন বেশ কিছু গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি সাংবাদিক বৈঠক শেষে আরও জানান এদিন বেশ কয়েকটি তীর, বাটুলও উদ্ধার হয়।