তৃণমূল কংগ্রেসের বুথ সন্মেলন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মিটিং মিছিল শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে সোমবার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকার ৫/৫২ ও ৫/৫৬ নং বুথে অনুষ্ঠিত হল বুথ সন্মেলন। সন্মেলনে সাংগঠনিক বিষয়ের পাশাপাশি পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। দলীয় কর্মীদের রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের খতিয়ান ও জনহিতকর প্রকল্পের সুবিধা তুলে ধরার বার্তা দেওয়া হয়। গেন্দুগুড়ির সন্মেলনে দলের মাথাভাঙ্গা ১(এ) সাংগঠনিক ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, আইএনটিটিইউসি এর ব্লক সভাপতি মজিরুল হোসেন,শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, অঞ্চল তৃনমূল সভাপতি প্রেমানন্দ বর্মন, অঞ্চল তৃনমূল সাধারণ সম্পাদক আলিজার হোসেন সহ অন্যান্যরা।