ময়নাগুড়ি , ১ মার্চ : পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীন ডাব্লুবিসিএডিসি (ওয়েস্ট বেঙ্গল কম্প্রেহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন) এর ফালাকাটা প্রোজেক্ট পক্ষ থেকে খুব দ্রুত ময়নাগুড়িতে পাঁচটি পুকুর খননের কাজ শুরু হবে । পুকুরগুলি খনন করা হবে ময়নাগুড়ির চূড়াভান্ডার , সাপ্টিবাড়ি-১ ও সাপ্টিবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় । সেই উপলক্ষে বুধবার দপ্তরের এক প্রতিনিধি দল প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে গিয়ে উপভোক্তা সহ এলাকার কৃষকদের সঙ্গে দেখা করেন ও দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা করেন । তারা ভবিষ্যতে এইসব এলাকায় আরও বিভিন্ন প্রোজেক্ট নিয়ে এসে এলাকার উন্নয়নে কৃষকদের আশ্বাস দেন । দপ্তর সূত্রে জানানো হয় , ডাব্লুবিসিএডিসি ফালাকাটা প্রোজেক্ট এর পক্ষ থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কাজ করা হয় । দপ্তরের পক্ষ থেকে এই প্রথমবার ময়নাগুড়িতে পুকুর খননের কাজ শুরু করা হচ্ছে । পাশাপাশি , চাষিদের উন্নয়নে ভবিষ্যতে আরও বিভিন্ন প্রোজেক্ট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে । সেই উপলক্ষে বুধবার ময়নাগুড়ির তিন গ্রাম পঞ্চায়েতে চাষিদের সঙ্গে আলোচনা করতে আসেন দপ্তরের আধিকারিকরা ।