উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলিতে জয়ের খুশিতে খোয়ারডাঙায় বিজেপির বিজয় মিছিল
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ২ মার্চ:বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল। নির্বাচনে জয়ী হয়ে ত্রিপুরাতে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে, মেঘালয়েও সরকার গড়তে চলেছে বিজেপি ও তার সহযোগীরা। এই খুশিতে এদিন কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙায় বিজয় মিছিল করল বিজেপি। দলের কুমারগ্রাম-৬ নম্বর মণ্ডলের পক্ষ থেকে এলাকায় বিজয় মিছিল করা হয়। স্থানীয় জলনেশ্বরী হাই স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। উপস্থিত ছিলেন বিজেপির কুমারগ্রাম-৬ নম্বর সাংগঠনিক মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।