বিজেপির বিজয় মিছিল
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:ত্রিপুরা ও নাগানেন্ডে বিপুল ভোটে বিজেপির জয় হবার পর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ উত্তর মন্ডলের পক্ষ থেকে পথ চলতি বাইক চালক এবং সমস্ত মানুষকে লাড্ডু খাইয়ে বিজয় উৎসব পালন করলেন বিজেপি। এই বিজয় উৎসব উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কিষান মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস, রাজগঞ্জ উত্তর মন্ডল কিষান মোর্চা সভাপতি রাজীব সরকার সহ রাজগঞ্জ উত্তর মন্ডলের সমস্ত কর্মীরা I