গোপালপুরে বিজয় মিছিল করল বিজেপি
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:তিন রাজ্যে গেরুয়া ঝড়ে মাথাভাঙ্গা ১ নং ব্লকের ভেলাকোপা এবং মাঝির বাড়ি বাসস্ট্যান্ডে বিজয় মিছিল করল বিজেপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভেলাকোবা এবং মাঝির বাড়ি বাসস্ট্যান্ডে বিজেপির ZP ১০ নং মন্ডলের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয়। তিনটি রাজ্যে বিধানসভার ভোটে বিজেপির ভালো ফল হয়েছে। সেই কারণে এই বিজয় মিছিল বলে জানান বিজেপি নেতৃত্বরা। মিছিলে অংশগ্রহণ করে ZP ১০নং মন্ডল যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ অধিকারী,ওবিসি মোর্চা সভাপতি শ্যামল শীল,শক্তিপ্রমুখ মলিন অধিকারী ,এবং মণ্ডল সম্পাদক রমেন বর্মন , কো কনভেনার সুবল বর্মন , জেড পি 10নং মণ্ডল আইটি সেল কনভেনার তপন রায় সহ অন্যান্যরা।