সভাধিপতির বাড়ির সামনে বিজেপির অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে
দেবাশীষ রায়, বারবিশা, ৫ মার্চ: কুমারগ্রাম ব্লকের বারবিশার লালস্কুল এলাকায় জেলা পরিষদের সভাধিপতির বাড়ির সামনে বিজেপির অবস্থান কর্মসূচি রবিবার দ্বিতীয় দিনে পড়ল। এদিন সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। বিধায়কের বাড়ির সামনে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের অবস্থান কর্মসূচির পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে। বিভিন্ন দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপি। আবাস যোজনায় দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো, অপর জেলা বিপ্লব দাস, দলের ওবিসি মোর্চার জেলা সভাপতি অজিতকুমার ঘোষ সহ অন্যান্য নেতা-কর্মীরা। উল্লেখ্য, বারবিশার লালস্কুল এলাকায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার)-এর বাড়ির অদূরে মঞ্চে বেঁধে শনিবার থেকে অবস্থান শুরু করেছেন বিজেপি নেতা-কর্মীরা। তৃণমূলের আন্দোলনের পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস বলেন, ‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমাদের দাবি গুলি গোটা বাংলার মানুষের দাবি।’