মৃতের পরিবারের পাশে তৃণমূল-বিজেপি
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:মৃতের দুটি পরিবারের পাশে দাঁড়ালো ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র বর্মন মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা সহ আর্থিক সহযোগিতা করে। ব্লক সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান মালতি বর্মন, অঞ্চল তৃনমূল সভাপতি এবং চেয়ারম্যান যথাক্রমে বিভূতি বর্মন এবং ননী গোপাল রায়। ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন জানান খুবই বেদনাদায়ক ঘটনা। দলীয় এবং প্রশাসনের পক্ষ থেকে মৃতের দুটি পরিবারের পাশে সর্বদাই থাকবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, গত রবিবার মধ্যরাতে মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙ্গা জামালদহ রাজ্য সড়কের উপরে পাইকারটারি এলাকায় পথ দূর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জন সহ সর্বমোট ৪ জনের। পাশাপাশি তিন জন গুরুতর আহতাবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পাশাপাশি মৃতের দুই পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে ভোগরামগুড়িতে পৌঁছান শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পাশে থাকার বার্তা দেয়।