বন্যপ্রাণী ও বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল স্পোর
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৩ মার্চ: পারোকাটা চৌপথিতে বন্যপ্রাণী ও বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল স্পোর নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার পারোকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরটির আয়োজন করা হয়েছে। কামাখ্যাগুড়ি কলেজের এনএসএস ইউনিটের সদস্যদের মাঝে বন্যপ্রাণী ও বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করেন স্পোরের সদস্যরা। এদিন এনএসএস ইউনিটের সদস্যদের মাঝে মানুষ ও হাতির মুখোমুখি সংঘর্ষ, মানুষ ও বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর তমাল দাস। এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও স্পোরের এক্সিকিউটিভ মেম্বার তমাল দাস, সদস্য কৌশিক দেবনাথ, আকাশ ঘটক সহ অন্যান্য সদস্যরা।