আইনি পরিষেবা নিয়ে সচেতনতা শিবির
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ১৮ মার্চ : জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার সাপটিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় সচেতনতা শিবির করা হয়। সাপটি বাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের চেকাডারা প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। সংগঠন সূত্রে জানা যায়, এদিন এলাকার প্রায় ৫০ জন সাধারণ মানুষকে নিয়ে এই সচেতনতামূলক শিবিরটি করা হয়। মূলত হিউম্যান ট্রাফিকিং, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী সুরক্ষা সহ বিনামূল্যে আইনি পরিষেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের মধ্যে কিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা যায় এবং মানুষকে সচেতন করতেই এই শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব গ্লাডি ব্যোমজান, ময়নাগুড়ি ব্লকের আইনি সহায়ক পরিমল সেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য রতন কুমার রায় সহ প্রমুখ। এদিনের এই শিবির প্রসঙ্গে ময়নাগুড়ি ব্লকের আইনি সহায়ক পরিমল সেন বলেন,”জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে এবং আইনি পরিষেবা সাধারণ যাতে গ্রহণ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই শিবির। আজকের এই শিবিরে এলাকার সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন।”