আদিবাসী নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:তিনদিন ধরে নিখোঁজ আদিবাসী নাবালক নকুল ব্রিজা। চাবাগানের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ফাঁসিদেওয়ার ডন্ডাঝাড় এলাকার ঘটনা। সোমবার সন্ধ্যায় বাড়িতে মায়ের সঙ্গে শেষ কথার পর নিখোঁজ হয়ে যায় নকুল। গতকাল আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় বাড়ির পাশে চাপাতা বাগানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আত্মহত্যা না খুন তার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।