পালিত হল বিশ্ব যক্ষা দিবস
নিউজ ডেস্ক,মালদা:আজ ২৪ শে মার্চ অর্থাৎ বিশ্ব যক্ষা দিবস। প্রত্যেক বছরের মত এই বছরও মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যক্ষা বিভাগের সামনে পালন করা হলো বিশ্ব যক্ষা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পাপড়ি নায়েক, ছিলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ অমিতাভ মন্ডল, ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায়, এছাড়াও ছিলেন চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। দুই টি ট্যাবলো উদ্বোধন এর মাধ্যমে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়। ট্যাবলো উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। পাশাপাশি মালদায় যারা যক্ষা রোগে আক্রান্ত তাদেরকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় হাতে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে।