নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল রাজগঞ্জ থানার পুলিশ
রাজগঞ্জের ফাটাপুকুরে জাতীয় সড়কে নাকা তল্লাশি চলাকালীন একটি ছোট চার চাকা গাড়ি আটকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ।পাচারকারী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার বিকেলে একটি সন্দেহভাজন ছটো গাড়ি আটক করে ১৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে হাজির ছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, গোপন সূত্রে খবর ছিল। সেই মতো ফাটাপুকুর সারদামণি হাইস্কুলের সামনে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি করা হচ্ছিল। সন্দেহভাজন একটি ছোট চার চাকা গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে মোট ৫৬ কেজি গাঁজা পাওয়া যায় । পাচারকারী গাড়ির আটক করা হয়েছে। ধৃতের নাম জয়ন্ত দাস (২৪)।সে নিজে ওই গাড়িটি চালাচ্ছিল,কোচবিহারের বাসিন্দা। এই গাঁজা কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।