শিলিগুড়িতে বাড়ি থেকে বোমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট
শিলিগুড়ি: বাড়ি থেকে বোমা উদ্ধার। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির কাওয়াখালি বাজার সংলগ্ন এলাকায়। পারিবারিক বিবাদের জেরে কেউ বাড়িতে বোমা রেখে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং সিআইডির বম্ব ডিসপোজাল ইউনিট। এদিকে এই মুহূর্তে শহরে রয়েছেন জি-২০-এর প্রতিনিধিরা। এছাড়া আগামীকাল অরিজিৎ সিংয়ের কনসার্টও রয়েছে। তার মধ্যে শহরে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।পারিবারিক জমির বিবাদকে কেন্দ্র করে কাওয়াখালী এলাকার একটি বাড়িতে বোমা রেখে দিয়ে যাওয়ার অভিযোগ উঠল ওই বাড়ির মালিকের আত্মীয়র বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে। জানা গিয়েছে শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী বাজার এলাকার বাসিন্দা অবিনাশ পালের বাড়িতে গতকাল মাথাভাঙ্গা থেকে এসেছিল তার ভাই। অভিযোগ গতকাল রাতে তাদের মধ্যে জমির পুরনো বিবাদ নিয়ে কথাবার্তা হলে নিজেদের মধ্যেই তারা মিটিয়ে নেবে বলে ঠিক করে। কিন্তু গতকাল রাতে তাদের মধ্যে ঝামেলা বাধে এরপরই অভিযোগ তার ভাই জোর করে তাদেরকে ঘরে বন্ধ করে ঘরের ভেতরে থাকা আলমারি জিনিসপত্র টাকা-পয়সা ইত্যাদি নিয়ে চম্পট দেয়। তবে আজ সকালে ওই বাড়ির মালিক দেখতে পান ঘরে বোমা রাখা রয়েছে। এরপরই খবর দেওয়া হয় মেডিক্যাল ফাঁড়ির পুলিশকে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডি বোম্ব স্কোয়ার্ড এর একটি টিম এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।