বাজার কমিটিকে ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত করতে ব্যবসায়ী সমিতির পথ সভা
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৫ মার্চ :- কুশিয়ার বাড়ী হলেশ্বর হাট সুপ্রাচীন কালের একটি বাজার । ১৯৬৮ খ্রিস্টাব্দে শিক্ষানুরাগী স্বর্গীয় হলেশ্বর বর্মন প্রতিষ্ঠিত করেছিলেন কুশিয়ার বাড়ী হলেশ্বর উচ্চ বিদ্যালয় তৎসঙ্গে বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল কুশিয়ার বাড়ী হলেশ্বর বাজার। সে সময় দোকান পাট ছিল হাতে গোনা কয়েকটা। বাজার বসত সপ্তাহে দু দিন আর সেই ২ দিন বসত অস্থায়ী দোকান। সেই সময় বাজার কমিটি স্থাপন করে স্থানীয় মান্যবর ব্যক্তিত্বরা বাজারের উন্নয়ন দেখতেন।বর্তমানে বাজার বড় হয়েছে স্থায়ী যাবতীয় দোকান রয়েছে প্রতিদিন বাজার বসে বাজারের পরিধি বেড়েছে গঠিত হয়েছে ব্যবসায়ী সমিতি। বর্তমানে বাজারের জল নিকাশি থেকে পর্যাপ্ত বৈদ্যতিক বাতির প্রয়োজন ও অন্যান্য সমস্যা মেটাতে ব্যবসায়ী সমিতি এবং বাজার কমিটির মত পার্থক্য তৈরি হয়েছে। আর বাজারের সঠিক উন্নয়ন করতে দুটি নয় একটি কমিটি প্রয়োজন বলে দাবি তুলে কুশিয়ার বাড়ী বাজার ব্যবসায়ী সমিতি পথ সভা করল মঙ্গল বার সন্ধায়। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ ব্লকের ইউনাইটেড ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক দে, কুশিয়ার বাড়ী বাজার কমিটির সভাপতি খগেন্দ্র নাথ বর্মন, ব্যবসায়ী সমিতির সভাপতি বিনোদ বর্মন,সম্পাদক বকুল সরকার সহ অন্যান্যরা। এই দিন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে বাজারে একটি মিছিল বের হয় এরপর একটি পথ সভা করেন ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি বিনোদ বর্মন বলেন আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজার কমিটিকে বার বার জানিয়ে আসছি বিভিন্ন সমস্যার কথা, নিরাপত্তার কথা মাথায় রেখে বাজারে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি কিন্তু ব্যবসায়ী সমিতির যে ফান্ড আছে তা বাজার উন্নয়নের কাজে লাগাচ্ছে না। এ ভাবে বাজারের সার্বিক উন্নয়ন খর্ব হচ্ছে । আমরা চাই বাজার কমিটি ভেঙে একটি কমিটি করা হোক যাতে বাজারের সার্বিক উন্নয়ন সম্ভব। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি খগেন্দ্র নাথ বর্মন বলেন, বাজারে প্রথম থেকে বাজার কমিটি রয়েছে ব্যবসায়ী সমিতি অনেক পরে তৈরি হয়। আমরাই বাজারের যাবতীয় কাজ করেছি শেড ঘর থেকে আরম্ভ করে জলনিকাশি অনেক কাজ আমরা করেছি ব্যবসায়ী সমিতি এখনও কিছুই কাজ করেনি। তপরেও আমি বলেছি এমন কোনো নিয়ম যদি থাকে একটি বাজারে দুটি কমিটি থাকবে না তাহলে কমিটি ভেঙে একটি করা হবে। তাছাড়াও এই বিষয় নিয়ে বজার কমিটির সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান খগেন বাবু।