নবালিকার অস্বাভাবিক মৃত্যু
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ১১ এপ্রিল : মঙ্গলবার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার বিকেল নাগাদ ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তর কালামাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার বিকেলে নিজের ঘরেই গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই নাবালিকার নাম সাগরিকা রায় (১৪)। মঙ্গলবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন ময়নাগুড়ি থানার পুলিশ।