লড়াই করার স্বাদ মিটিয়ে দেব : জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
রহুল দেব বর্মন ,সিতাই : বিজেপি কর্মীদের দ্বারা যদি কোনভাবে তৃণমূলের কর্মীরা আক্রান্ত হয় অথবা কোন ভাবে হেনস্থা হয় তাহলে আধা ঘন্টার মধ্যে আমি সেখানে ছুটে যাব। যদি লড়াই করতে চায় তাহলে সেই স্বাদ আমরা তাদের মিটিয়ে দেব।দিনহাটার সিতাই ব্লক এ তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মঙ্গলবার সিতাইয়ের কোনাচাত্রা গ্রামে তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন বিধায়ক। ১০০ দিনের কাজের টাকা এখনো কেন্দ্রীয় সরকার না দেওয়ায় প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাধারণ মানুষ যারা কাজ করেছে তাদের আবেদন নিয়ে ধরনায় বসলে হুঁশিয়ারি দেন বিধায়ক। বিধায় বলেন ১০০ দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছে। আমার আপনার ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে। আর বিজেপি সেই টাকা আটকে রেখেছে। এই দিন এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, যুব তৃণমূলের ব্লক সভাপতি বিশু রায় প্রামানিক প্রমুখ।