অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গনধর্ষনের ঘটনায় চাঞ্চল্য শামুকতলা এলাকায়
দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ১২ এপ্রিলঃ এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করার ঘটনা সামনে এল আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তগত এলাকায় ।গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করলো শামুকতলা থানার পুলিশ ।বাকি দুজন গা ঢাকা দিয়েছেন ।এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলা থানা এলাকায়। শামুকতলা থানা এলাকার অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী মাঠে গরু আনতে যায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ । মাঠে তিনটি গরু দেওয়া থাকলেও একটি গরুকে না পেয়ে মাঠের পাশে গদাধর নদীর পাড়ে গরু খুঁজতে যায় নাবালিকা মেয়েটি। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেয়েটিকে একা দেখতে পেয়ে অভিযুক্ত ব্যক্তিগণ গদাধর নদী পার হয়ে মেয়েটির পাশে এসে নাবালিকা মেয়েটিকে কুপ্রস্তাব দেয়। নাবালিকা মেয়েটি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রাণে মারার হুমকি দেয়।এরপর তারা পাঁচজন মিলে জবরদস্তি নাবালিকা মেয়েটিকে নদীর পাশে জঙ্গলে নিয়ে যায়।এক এক করে তিনজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । তিনজন তাকে ধর্ষণ করার পরই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।যদিও পাঁচজনের মধ্যে বাকি দুজন তাকে ধর্ষণ করেনি।কিন্তু তারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেছেন।সোমবার গভীর রাতে নাবালিকার পরিবার শামুকতলা থানায় অভিযোগ করে।অভিযোগ হওয়া মাত্র শামুকতলা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের এলাকায় অভিযান চালায় ।পুলিশ অভিযুক্তদের ধরতে গেলে অভিযুক্ত পরিবারের সদস্যরা পুলিশের উপর চড়াও হয় এবং বাধা দেয় পুলিশকে।পুলিশ গতকাল রাত একটা নাগাদ মূল তিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে।বাকি দুজন পলাতক ।বাকিদের খোঁজে তল্লাশি চলছে।অভিযুক্তদের বুধবার আলিপুরদুয়ার কোর্টে তো