বিশ্বের প্রথম ন্যানো ডিএপি তরল স্যার উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: IFFCO দ্বারা বিশ্বের প্রথম ন্যানো DAP তরল সার গত ২৬ এপ্রিল নতুন দিল্লির IFFCO সদনে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেন। এই তরল সার কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় প্রদান করা যায় এবং তাদের আয় বাড়াতে সাহায্য করে। সরকার সে সমৃদ্ধি এবং আত্মনির্ভর ভারত-এর প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের দিকে এটি একটি বিশাল পদক্ষেপ। মন্ত্রীর ন্যানো ডিএপি তরল সার জাতির সেবায় উৎসর্গ করেছেন IFFCO, নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যা সারা ভারতে এবং বিদেশে লক্ষ লক্ষ কৃষক, সদস্য সমবায় সমিতিগুলি অনলাইনে দেখেছিল। উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার দার্জিলিং জেলার লিম্বুটারিতে ইফকো ফিল্ড অফিসার অভিষেক গুইন উদ্যোগে অনুষ্ঠানটি দেখানো হয়। সেখানে ৬০ জন চাষী অংশগ্রহণ করেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ইটাহার ব্লকের ভদ্রশিলাতে ইফকো ফিল্ড ম্যানেজার ডক্টর প্রকাশ দত্তের উদ্যোগে অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। যেখানে ৫৫-৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।