দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার আত্মঘাতিতে চাঞ্চল্য
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি:বাড়িতে রহস্যজনক ভাবে আত্মঘাতী হলো এক উচ্চমাধ্যমিক পড়ুয়া।শনিবার ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি ব্যাটালিয়ার মোর সংলগ্ন পূর্ব ধনতলা এলাকায়। মৃতের নাম শুভম হালদার ওরফে রোহিত হালদার বয়স আনুমানিক ১৮ বছর। জানা গেছে রোহিত শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় এর উচ্চ মাধ্যমিক পড়ুয়া।। পূর্ব ধনতলা গ্রামের ওই যুবক নিজের বাড়ির একটি কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তির জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কি কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারে লোকেদের মধ্যে।