ঝড় বিধ্বস্ত এলাকায় বর্তমান এবং প্রাক্তন বিধায়ক
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা:মঙ্গলবার বিকেলে ঝড়ে বিধ্বস্ত পরিবারকে ৪০ টি ত্রিপল বিলি করলেন বিধায়ক বরেন চন্দ্র বর্মন। পরিদর্শন করে ত্রিপল বিলি করে বলে জানান বিজেপি মন্ডল সভাপতি অমল বর্মন। সঙ্গে উপস্থিত ছিলেন, বিজেপি নেত্রী পপি বর্মন, যুব মোর্চার জেলা নেতা হেমন্ত বর্মন সহ অন্যান্যরা। পাশাপাশি প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন এলাকা পরিদর্শন করে বলে খবর। উল্লেখ্য, শনিবার রাতে প্রায় ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক পরিবার। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরিবাড়ি এবং কাঁচাখাওয়া এলাকায়। কালবৈশাখী ঝড়ের দাপটে শতাধিক বাড়ির চাল উড়ে যায়।৭ টি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় এলাকা বিদ্যুৎহীন। তিনটি পরিবার আশ্রয়হীন। কয়েক বিঘার জমির পাট এবং ভুট্টা ক্ষেত নষ্ট। ক্ষতিগ্রস্ত কৃষকরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে এলাকা। বাড়ি ভাঙচুর, মাঝ রাস্তায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এলাকা বিদ্যুৎহীন। সমগ্র বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। বিডিও সম্বল ঝা জানান, ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিকদের পাঠানো হয়েছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।